ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সারাদেশে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, রোববার স্বাভাবিক হতে পারে

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১
সারাদেশে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, রোববার স্বাভাবিক হতে পারে

ঢাকা: সারাদেশে শুক্রবার বইছে মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

সেই সঙ্গে পড়েছে ঘন কুয়াশা।

শুক্রবার ও শনিবার সারা দেশে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাবে। এরপর থেকে থাকবে স্বাভাবিক শীত।

শুক্রবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। আর সারাদেশের মধ্যে শ্রীমঙ্গলে সর্বনিম্ন ৬.৪ ডিগ্রি সেলসিয়াস তাপত্রামা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে চট্টগ্রামে ১০.২, রাজশাহীতে ৬.৯, রংপুরে ৭.৬, খুলনায় ১০, বরিশালে ৯.২ ও সিলেটে ১১.৩ ডিগ্রি সেলসিয়াস।

সকাল নয়টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, মাদারীপুর, সীতাকুণ্ড, যশোর, চুয়াডাঙ্গা ও শ্রীমঙ্গলে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাবে। এ ছাড়া মৃদু মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাবে খুলনা, বরিশাল, পটুয়াখালীর খেপুপাড়া, সন্দ্বীপ, কুমিল্লা, ফেনী এবং ঢাকার বিভিন্ন অংশে।

তবে সারাদেশের আবহাওয়াই শুষ্ক থাকবে। মাঝারি থেকে হালকা কুয়াশার চাদরে ঢাকা থাকবে রাজশাহী, রংপুর, ঢাকা, সিলেট ও নদী অববাহিকা অঞ্চলগুলো।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।