ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাবনায় জামানত হারিয়েছেন ২০৯ প্রার্থী

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১

পাবনা: পৌর নির্বাচনে পাবনার সাতটি পৌরসভার ২০৯ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এদের মধ্যে মেয়র পদে ২১ জন, সংরতি কাউন্সিলর পদে ৩৪ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৫৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।


 
বুধবার অনুষ্ঠিত ৭টি পৌরসভায় বিভিন্ন পদে ৩১৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মেয়র পদে ৩৮ জন, ২৩টি সংরতি মহিলা কাউন্সিলর পদে ৮০ জন ও ৬৯টি সাধারণ কাউন্সিলর পদে ৩১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, পাবনা সদর পৌরসভায় ৬ জন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান ছিদ্দিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক টিপু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রকিব হাসান টিপু, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাজিউল্লাহ রঞ্জু ও পৌর জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন।

এছাড়া এ পৌরসভায় ৬ জন সংরতি কাউন্সিলর এবং ৬২ জন সাধারণ কাউন্সিলর পদের প্রার্থীর জামানত খোয়া গেছে।

সাঁথিয়া পৌরসভায় তিন মেয়র প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন, পৌর বিএনপি’র সভাপতি মো. সিদ্দিকুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এছাড়া এখানে সংরতি কাউন্সিলর পদে ৫ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১২ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

ফরিদপুর পৌরসভায় মেয়র পদে জামানত হারিয়েছেন তিন মেয়র প্রার্থী। এরা হলেন, বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন মাস্টার, বিএনপি’র বিদোহী প্রার্থী রায়হানুল ইসলাম বাবলু সরকার, উপজেলা যুবলীগ সভাপতি আসাদুজ্জামান আলাল।

এছাড়া এ পৌরসভায় ৬ জন সংরতি কাউন্সিলর ও ১৩ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী জামানত হারিয়েছেন।

সুজানগর পৌরসভায় ৪ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন, উপজেলা বিএনপির সভাপতি আযম আলী বিশ্বাস, উপজেলা যুবলীগ সহ-সভাপতি রাজা হাসান, কেএম শাফায়েত আজাদ ও শফিউল আলম বাবু।

এছাড়া সংরতি কাউন্সিলর পদে চারজন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৪ জন প্রার্থীর জামানত খোয়া গেছে।
 
চাটমোহর পৌরসভায় মেয়র প্রার্থী স্বতন্ত্র প্রার্থী মো. মাহাতাব হোসেনের জামানত খোয়া গেছে। এছাড়া ৯ জন সাধারন কাউন্সিলর প্রার্থীর জামানত খোয়া গেছে।

ভাঙ্গুড়া পৌরসভায় মেয়র পদে জামানত হারিয়েছেন চারজন। এরা হলেন, উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান, উপজেলার আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি লোকমান হোসেন, সাবেক মেয়র ওসমান গনি ও জাপা এ’র প্রার্থী আবদুল লতিফ।

এছাড়া ভাঙ্গুড়া পৌরসভায় সংরতি কাউন্সিলর পদে সাতজন এবং সাধারণ কাউন্সিলর পদে ১১ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

ঈশ্বরদী পৌরসভায় সংরতি মহিলা কাউন্সিলর পদে ৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৪ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।