ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সাড়ে ১৩ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১

মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটের ফেরি চলাচল সাড়ে ১৩ ঘণ্টা পর আবারও শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় শতাধিক যানবাহন  ও হাজারো যাত্রী নিয়ে চারটি রো-রো ফেরিসহ সাতটি ফেরি পদ্মায় আটকে পড়ে।



বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় ফেরি চলাচল বন্ধ হয়। এরপর শুক্রবার সকাল ১০টায় ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি আরিচা এরিয়া অফিসের ম্যানেজার বিদুৎ কুমার সাহা বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার সকাল ১০টায় ফেরি চলাচল আবারও শুরু হয়।

ফেরি চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকায় মাঝ পদ্মায় রো-রো ফেরি কেরামত আলী, খান জাহান আলী, বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, শাহজালাল আটকে ছিল বলে জানান তিনি।

এর আগে বুধবার রাত আড়াইটা থেকে শুক্রবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।