ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারতের সঙ্গে অপরাধ ইস্যুতে তিন চুক্তি কার্যকর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১

ঢাকা : ভারতের সঙ্গে করা গত বছরের তিনটি খসড়া চুক্তি চূড়ান্ত করা হয়েছে। অপরাধ ও অপরাধী বিনিময় বিষয়ক এই চুক্তিগুলো বৃহস্পতিবার থেকে কার্যকর করা হয়েছে।



ঢাকায় ভারতীয় হাই কমিশন ও বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে চুক্তিগুলো কার্যকরের ঘোষণা দেওয়া হয়।
 
চুক্তি তিনটি হলো- অপরাধী বিষয়ে পারস্পরিক আইনগত সহায়তা, দণ্ডপ্রাপ্তদের হস্তান্তর এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সংগঠিত অপরাধ ও অবৈধ মাদক চোরাচালান বিষয়ে ব্যবস্থা নেওয়া।

প্রোটোকল ফর এক্সচেঞ্জ অব ইন্সট্রুমেন্টস অব রেটিফিকেশন স্বাক্ষরের মাধ্যমে চুক্তি তিনটি কার্যকর করা হয়।

গত বছরের জানুয়ারিতে শেখ হাসিনার ভারত সফরের সময় এই চুক্তি তিনটির খসড়া সই হয়।

ভারতের হাই কমিশনার রাজিত মিত্তার এবং স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান শিকদার বৃহস্পতিবার চুক্তি তিনটি চূড়ান্ত করেন।

ভারতীয় হাই কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দেশের মধ্যে এই চুক্তিগুলো ১৩ জানুয়ারি ২০১১ থেকে কার্যকর হলো।

বাংলাদেশ সময় : ২৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।