ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোরে বিজয়ী বিএনপি কাউন্সিলরের পোলিং এজেন্ট খুন

তৌহিদ জামান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১
যশোরে বিজয়ী বিএনপি কাউন্সিলরের পোলিং এজেন্ট খুন

যশোর: ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে যশোর শহরে কামাল হোসেন (৪২) নামে বিএনপির এক কর্মীকে ছুরিকাঘাতে খুন করেছে প্রতিপ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ষষ্ঠিতলাপাড়ায় এ ঘটনা ঘটে।



স্থানীয় সূত্র বাংলানিউজকে জানায়, নিহত কামাল হোসেন ষষ্ঠিতলাপাড়ার শেখ নঈমউদ্দিনের ছেলে। তিনি বৃহস্পতিবার অনুষ্ঠিত যশোর পৌরসভা নির্বাচনে ছয় নম্বর ওয়াডের্র বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান মুকুলের পে আব্দুস সামাদ স্কুল কেন্দ্রে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

নির্বাচনে মুকুল বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

কাউন্সিলর মুকুল জানান, নিহত কামাল বিএনপি কর্মী। তিনি তার ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন। তবে কারা এই খুনের সঙ্গে জড়িত তা জানাতে পারেননি মুকুল।

যোগাযোগ করা হলে কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বাংলানিউজকে জানান, ঘটনা শোনার পর তিনি হাসপাতালে গিয়েছেন। তবে হত্যাকাণ্ডে কারা জড়িত তা এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad