ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মন্ত্রিপরিষদে রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

ঢাকা: নবম সংসদের চলতি বছর শুরুর অধিবেশনের জন্য রাষ্ট্রপতির ভাষণ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সভায় অনুমোদন হয়েছে।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।



সভা শেষে প্রধানমন্ত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ রাষ্ট্রপতির ভাষণ অনুমোদনের কথা জানান।

এছাড়া সভায় বন রক্ষণাবেক্ষণে ক্ষতিগ্রস্তদের ক্ষস্তিপূরণ নীতিমালাও অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ‘এ নীতিমালায় নিহতদের তিন লাখ টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। ’

আবুল কালাম আজাদ বলেন, ‘সংবিধানের ৭৩ এর ২ অনুচ্ছেদ অনুযায়ী সংসদের অধিবেশনের শুরুতে ও প্রতি বছর প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। ’

তিনি বলেন, ‘রাষ্ট্রপতির এই ভাষণের খসড়া মন্ত্রিপরিষদের গত সভায় উপস্থাপন করা হলে প্রধানমন্ত্রীর নির্দেশে তা পর্যালোচনা ও যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামের নেতৃত্বে এই কমিটি ভাষণের হালনাগাদ করে। ’

এছাড়া সভায় প্রতিপক্ষের বা বন্য প্রাণীর হামলায়  কোনো বন কর্মকর্তা মারা গেলে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে তিন লাখ টাকা ও আহত বা পঙ্গু হলে দেড় লাখ টাকা প্রদানের নীতিমালা অনুমোদন করা হয় বলেও জানান আবুল কালাম আজাদ।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।