ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাজধানীর বাড্ডায় অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

ঢাকা: রাজধানীর বাড্ডা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে বাড্ডা থানাধীন ২৩/ক জগন্নাথপুরের জনৈক সাহেব আলীর বাড়ি থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।



পুলিশ জানায়, লাশের শরীরে প্রহার ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

বাড়ীর তত্ত্বাবধায়ক তোফাজ্জল হোসেন বাংলানিউজকে জানান, গত ১ জানুয়ারি জনৈক নজরুল ইসলামসহ চারজন সাহেব আলীর বাড়ির একটি কক্ষ ভাড়া নেন।

বৃহস্পতিবার দুপুরে তোফাজ্জল ওই কক্ষের জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পান, কক্ষের মেঝেতে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে আছে। এ সময় দরজায় বাইর থেকে তালা দেওয়া ছিলো।

পরে পুলিশকে খবর দিলে বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন নেতৃত্বে কক্ষের দরজার তালা ভেঙ্গে অজ্ঞাত ব্যক্তিটির লাশ উদ্ধার করে পুলিশ। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন বাংলানিউজকে জানান, ওই ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল থেকে বাড়ীর কক্ষটি ভাড়া নেওয়া অপর তিনজন উধাও বলে জানান বাড়ীর তত্ত্বাবধায়ক তোফাজ্জল হোসেন।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।