ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্যালট ছিনিয়ে জাল ভোট দেওয়ায় এক ব্যক্তির কারাদণ্ড

জামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বেনাপোল: বেনাপোল পৌর নির্বাচনে বৃহস্পতিবার দুপুরে ব্যালট পেপার ছিনতাই করে জাল ভোট দেওয়ার অপরাধে হাবিবুর রহমান হবি নামে এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট নাজমুস শাহাদৎ এ কারাদণ্ডের নির্দেশ দেন।



বেনাপোল হাইস্কুল কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দেওয়ার সময় হাবিবুর রহমান হবিকে আটক করে পুলিশ।
 
এবিষয়ে প্রিজাইডিং অফিসার তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ‘এ ভোটকেন্দ্রের ২য় তলার একটি বুথে বেলা ৩টার দিকে হাবিবুর রহমান হবি জোর করে ঢুকে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার হাত থেকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীর ৫টি এবং মহিলা কাউন্সিলরের কয়েকটি ব্যালট পেপার ছিনিয়ে নেন। তারপর তাতে সিল মারতে থাকেন। এ সময় দায়িত্বরত পুলিশ তাকে হাতেনাতে আটক করে। ’

উপজেলা রিটার্নিং অফিসার কামরুল আরিফ এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।