ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা বিভাগের ৬৩ পৌরসভায় নির্বাচন ১৭জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

ঢাকা: সারাদেশে শুরু হওয়া পৌরসভা নির্বাচনের ধারাবাহিকতায় ঢাকা বিভাগের ৬৩ পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী সোমবার (১৭ জানুয়ারি)। এসব পৌরসভায় মেয়রপদে ২৯৯ জন, সংরতি আসনে ৭৩৫ ও সাধারণ কাউন্সিলর পদে ২৭৪৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে ১২টি পৌরসভায় ঝুঁকির কথা ভেবে ১৫ থেকে ১৯ জানুয়ারি -এ চারদিন সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পৌরসভাগুলোয় সমসংখ্যক মেয়র পদ ছাড়াও ৫৯৪ টি সাধারণ ও ১৯৮টি সংরতি কাউন্সিলর পদ রয়েছে।

বিভাগের ১৯ লাখ ৯৬ হাজার ৪২৮ ভোটারের জন্য সর্বমোট ৯৭৭ ভোটকেন্দ্র ও ৫হাজার ৮৯৬টি ভোটক স্থাপন করা হবে।

ঢাকা বিভাগের পৌর নির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বাংলানিউজকে বলেন, বিভাগের ৬৩ টি পৌরসভায় ১৭ তারিখ এবং ৪টিতে ২৭ জানুয়ারি নির্বাচন হবে। এ লক্ষে কমিশন সব ধরনের প্রস্তুতি শেষ করেছে।

তিনি বলেন, দেশের আরো দু’টি অঞ্চলের মতো এ বিভাগেরও সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হবে, তবে সে দায়িত্ব একা ইসি’র ওপর ছেড়ে দিলে হবে না। এজন্য সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে।

যেসব পৌরসভায় নির্বাচন হচ্ছে:

টাঙ্গাইল: টাঙ্গাইল সদর, কালিহাতী, মির্জাপুর, সখিপুর, মধুপুর, ধণবাড়ী, গোপালপুর, ভূঞাপুর, ঘাটাইল। ময়মনসিংহ: ময়মনসিংহ সদর, ফুলপুর, মুক্তাগাছা, ত্রিশাল, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ভালুকা, গফরগাঁও। রাজবাড়ী: রাজবাড়ী সদর, গোয়ালন্দ,পাংশা। ঢাকা: সাভার, ধামরাই। শেরপুর: শেরপুর সদর, নকলা, নালিতাবাড়ী, শ্রীবর্দী। নরসিংদী: নরসিংদী সদর, মনোহরদী। নারায়ণগঞ্জ: সোনারগাঁও, তারাব। গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর, টুংগীপাড়া, কোটালীপাড়া। গাজীপুর: কালিয়াকৈর। জামালপুর: জামালপুর সদর, সরিষাবাড়ী, মাদারগঞ্জ, মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ। শরীয়তপুর: নড়িয়া, ভেদরগঞ্জ, ডামুড্যা। নেত্রকোণা: নেত্রকোণা সদর, মোহনগঞ্জ, দুর্গাপুর, কেন্দুয়া। মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর, মীরকাদিম। মাদারীপুর: শিবচর, কালকিনি। ফরিদপুর: ফরিদপুর সদর, নগরকান্দা, বোয়ালমারী। কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর, কটিয়াদী, ভৈরব, কুলিয়ারচর, বাজিতপুর, হোসেনপুর, করিমগঞ্জ এবং মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভা।


বাংলাদেশ সময়: ২১৩৫ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।