ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকেশ্বরী মন্দিরের স্বর্ণালংকার উদ্ধারে ঢাকার বাইরেও অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

ঢাকা: রাজধানীর ঢাকেশ্বরী মন্দির  থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধার এবং এ অপকর্মে জড়িতদের ধরতে ঢাকার বাইরেও অভিযান চালাচ্ছে পুলিশ।

বৃহস্পতিবার বাংলানিউজকে এ কথা জানান ঢাকেশ্বরী মন্দিরে চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।



তিনি বলেন, ‘চুরি যাওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের ধরতে পুলিশের গোয়েন্দা ও বিশেষ শাখা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। ’

এ সময় মন্দিরে চুরির ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কোনো কিনারা করতে পারেনি বলেও স্বীকার করেন তিনি।

তিনি আরো বলেন, ‘গ্রেপ্তারকৃত আনিস রিমান্ডে পুলিশকে জানিয়েছে, ঘটনার দিন সে মন্দিরের প্রধান ফটকের বাইরে দায়িত্ব পালন করছিল। নিজেকে নির্দোষ দাবী করে আনিস চুরির ব্যাপারে এখনও কোন তথ্য পুলিশকে দেয়নি। ’

উল্লেখ্য, গত শনিবার ভোরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে হানা দিয়ে দুর্বৃত্তরা মূলগেটের তালা ভেঙে দেবীর অঙ্গ থেকে ২০০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও দানবাক্সের সাড়ে চার লক্ষাধিক টাকা নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।