ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সার্বিকভাবে খুলনা-বরিশালে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: সাখাওয়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

ঢাকা: অনিয়মের কারণে খুলনা ও বরিশাল বিভাগের দু’টি কেন্দ্রে ভোট বাতিল হলেও সার্বিকভাবে এ অঞ্চলে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার ওই দুই বিভাগের ৪৯ পৌরসভায় ভোট গ্রহণ শেষে বিকেলে রাজধানীর নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সন্তোষ প্রকাশ করেন।



ভোলার বোরহানউদ্দিনের একটি ও বরিশালের মেহেন্দীগঞ্জের একটি কেন্দ্রে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ভোট বাতিল করেছেন জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, ‘সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। ’

প্রসঙ্গত, বোরহানউদ্দিন পৌরসভার কুতবা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর প্রতীকে সিলমারা ১শ’টি ব্যালট পেপার উদ্ধার করা হয়। এ ঘটনায় নির্বাচনী দায়িত্ব পালনরত তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া মেহেদীগঞ্জের চর হোগলা কওমী মাদ্রাসা কেন্দ্রে ব্যলট পেপারের মুড়িবই ছিনতাই হওয়ায় সেখানে নির্বাচন বাতিল করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।