ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাঁথিয়ায় বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আটক ২

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১
সাঁথিয়ায় বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আটক ২

পাবনা: পাবনার সাঁথিয়ায় পৌর নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনায় রঞ্জন, রাজা ও মামুন নামে ৩জন গুলিবিদ্ধ হয়েছেন।

তাদেরকে আশংকাজনক অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।


এ ঘটনায় সান ও এরশাদ নামে দু’জনকে আটক করেছে পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ দু’গ্রুপের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সাঁথিয়া থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম।

স্থানীয় সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পৌর শহেরর বাজার এলকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।

পুলিশ জানায়, আটক সান (৩২) সাঁথিয়া পৌরসভা নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোজাম্মেল হক মাস্টারের ছেলে।

পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বাংলানিউজকে জানান, পৌর নির্বাচনে বিজয়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিরাজুল ইসলাম মিরাজের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময়ে মোজাম্মেল মাস্টারের ছেলে সান বাড়ির সদস্যদের ল্য করে গুলি করে। এ ঘটনাকে কেন্দ্র দু’গ্রুপে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মাতায়েন করা হয়েছে।

যোগাযোগ করা হলে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন এসএম নাদিম আহমেদ জানান, খবর পাওয়া সঙ্গে  সঙ্গে  র‌্যাবের একটি টহল টিম ঘটনাস্থলের দিকে রওনা করেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পে উত্তেজনা বিরাজ করছিল।

বাংলাদেশ সময়: ১৯১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।