ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রশাসনিক পুনর্বিন্যাসের পর ডিসিসি নির্বাচন- ভৈরবে সিইসি

ইসহাক সুমন, আশুগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

আশুগঞ্জ: প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেছেন, ‘সারা দেশে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি)-এর নির্বাচন সম্পন্ন করার সকল প্রস্তুতিও নির্বাচন কমিশনের রয়েছে।

তবে, সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে ঢাকা সিটি কর্পোরেশনকে বর্ধিত করা হবে। ’

তিনি বলেন, নারায়ণগঞ্জ ও গাজীপুরকে ঢাকা সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার পরই ডিসিসি তফসিল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের ভৈরবে নির্মাণাধীন সার্ভার স্টেশন পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের কাছে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ময়মনসিংহ সিটি কর্পোরেশন হওয়ার যোগ্যতা রাখলেও সরকারের সিদ্ধান্তে সেখানে পৌর নির্বাচন হচ্ছে। ’

তিনি এ সময় চলমান পৌর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়াতে সবার প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।
 
তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সিদ্দিকুর রহমান, ভৈরবের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোরশেদ আলম প্রমুখ।

সার্ভার স্টেশন বিষয়ে ভৈরবের উপজেলা নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম জানান, ‘২৬ লাখ ৯ হাজার ২১৫ টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগ সার্ভার স্টেশন নির্মাণ কাজ শুরু করে। এর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। স্টেশনটির নির্মাণ কাজ শেষে হলে নির্বাচন বিষয়ে কাজের স্বচ্ছতা ও গতি বৃদ্ধি পাবে। ’

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।