ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় সন্ত্রাসী হামলায় সার ব্যবসায়ী নিহত

কাজী এনামুল হক, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ে সন্ত্রাসীদের  হামলায় সার ব্যবসায়ী তোফাজ্জল  হোসেন নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে বুড়িচং উপজেলার  স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীরের উত্তর পার্শ্বে স্থানীয় চা দোকানে চা পান শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুত্বর আহত করে।

পরে চিকিৎসার্ধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় মামশাদ জানায়, শনিবার রাত ৮টায় জেলার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীরের উত্তর পার্শ্বে স্থানীয় চা দোকানে চা পান করে বাড়ি ফেরার পথে ৫/৬ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী দা,ছুরি, চাপাতি দিয়ে সার ব্যবসায়ী তোফাজ্জল হোসেন’র (৪৫) ওপর হামলা চালায়।

এসময় তোফাজ্জলের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায়  তাকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
নিহত এ সার ব্যবসায়ীর বাড়ি উপজেলার জগৎপুর গ্রামে।

স্থানীয় জয়নাল আবেদীন জানান, সার ব্যবসায়ী তোফাজ্জলের ওপর হামলা ও হত্যার  ঘটনাটি পূর্ব শত্র“তার জের ধরে বলে হতে পারে।

বুড়িচং থানার পরিদর্শক খন্দকার শাহনেওয়াজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,  পুলিশ ওই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য তৎপরতা চালাচ্ছে। এব্যাপারে এখনো মামলা হয়নি।

বাংলাদেশ সময়: ০৩১০ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।