ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এম এ হাশেমের বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলার শুনানি ফের মুলতবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১
এম এ হাশেমের বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলার শুনানি ফের মুলতবি

ঢাকা: সাবেক সাংসদ ও পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের বিরুদ্ধে দায়ের করা আয়কর ফাঁকির মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানি ফের মুলতবি করা হয়েছে।

এম এ হাশেমের আইনজীবীর আবেদনক্রমে বৃহস্পতিবারের শুনানি মুলতবি করা হয়।

  তার আইনজীবী আদালতকে জানান, এম এ হাশেম অসুস্থ্। তিনি আদালতে আসতে পারছেন না।

মহানগর দায়রা জজ জহুরুল হক অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামি ৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

এর পূর্বে গত ২০ অক্টোবর ও ২২ নভেম্বর অভিযোগ গঠনের শুনানি মুলতবি করা হয়েছিল।  

গত ২৩ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল ২ এর উপ কর কমিশনার কবীর উদ্দিন মোল্লা বাদী হয়ে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ মামলা দায়ের করেছিলেন।

আদালত ২৩ আগস্ট মামলাটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। এরপর তিনি ২৫ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান।

মামলার অভিযোগে বলা হয়, এমএ হাশেম ১৯৭৭-৭৮ কর বৎসর হতে ২০০৫-০৬ কর বৎসর পর্যন্ত তিনি আয়কর রিটার্নে ১৮ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ৩৮০ টাকা আয় না দেখানো ও তার ওপর প্রযোজ্য ৪ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৮৪৫ টাকার আয়কর ফাঁকি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।