ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেহেন্দিগঞ্জ, গৌরনদীসহ কয়েকটি এলাকায় পুনঃনির্বাচনের দাবি বিএনপির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

ঢাকা : মেহেন্দিগঞ্জ, গৌরনদী, পিরোজপুরের ৭, ৮, ৯ নম্বর ওয়াড ও স্বরূপকাঠির নেসারাবাদের তিনটি কেন্দ্রে পুনঃনির্বাচন দাবি করেছে বিএনপি।

এসব এলাকায় ভোটকেন্দ্র দখল, ভোট ডাকাতি ও ব্যালট ছিনতাই করে বিএনপি সমর্থিত প্রার্থীদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়েছে বলেও দাবি করা হয়।



বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় বিএনপির নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, এসব কেন্দ্রে বিএনপির লোকজন ভোট দিতে যেতে পারেননি। যারা গেছেন তাদের রাস্তা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এসব কেন্দ্রের ভোট গণনা করে যাতে ফল ঘোষণা না করা হয়, এজন্য নির্বাচন কমিশনের কাছে তিনি অনুরোধ জানান।

নজরুল ইসলাম বলেন, ‘সেতাবগঞ্জ ও ভাঙ্গুরা, বেলকুচিসহ বেশ কয়েকটি কেন্দ্রে বুধবারের নির্বাচনে বিএনপি প্রার্থী বিজয়ী হলেও চাপ প্রয়োগ করে অওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।  

তিনি এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, ভোট কেন্দ্রে এই সন্ত্রাসের রাজনীতি ও ভোটকেন্দ্র দখল করে ফল ছিনতাইয়ে সংস্কৃতি বন্ধ না হলে ভবিষ্যতে অনেক খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে। ’

সংবাদ সম্মেলনে হবিগঞ্জের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর ব্যানার পুড়িয়ে ফেলা ও তাকে লাঞ্ছিত করার প্রতিবাদ জানান তিনি।

বাংলাদেশ সময় : ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ