ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাড়িচাপা পড়ে ডিসিসির পরিচ্ছন্নতা কর্মী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১০

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাংলা একাডেমির সামনের রাস্তায় মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় একজন মহিলা ক্লিনার মারা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, মৃতের সঙ্গে দুটি পরিচয়চত্র পাওয়া গেছে।

ঢাকা সিটি কর্পোরেশনের পরিচয়পত্র থেকে জানা যায় তার নাম আমিরন, তিনি সিটি কর্পোরেশনের একজন ক্লিনার। অন্য পরিচয়চত্র থেকে জানা যায় তার নাম রূপচান বেগম, তিনি ঢাবি’র রোকেয়া হলের একজন ক্লিনার। তবে দুটি পরিচয়পত্রে ব্যবহৃত ছবিতে কোন অমিল পাওয়া যায়নি।

শাহবাগ থানার এএসআই ওহাব বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, সকাল সোয়া আটটায় বাংলা একাডেমির বিপরীতের রমনা কালী মন্দিরের সামনের রাস্তা ঝাড়– দেওয়ার সময় একটি একটি দ্রুতগামী মাইক্রোবাস আমিরনকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

প্রাতঃভ্রমণকারী তিন ব্যক্তি রাস্তার পাশে পড়ে থাকা অচেতন আমিরনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে নয়টায় তাকে মৃত ঘোষণা করেন।

ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়।

বাংলাদেশ স্থানীয় সময় : ০৯৩৭ ঘন্টা, জুলাই ১৩, ২০১০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।