ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনা ও বরিশাল বিভাগের পৌর নির্বাচন সুষ্ঠু হয়েছে: ইসি সাখাওয়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১
খুলনা ও বরিশাল বিভাগের পৌর নির্বাচন সুষ্ঠু হয়েছে: ইসি সাখাওয়াত

ঢাকা: নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেছেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় খুলনা ও বরিশাল বিভাগের ৪৯ পৌরসভার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে দু’টি ভোটকেন্দ্র বাতিল করা হয়েছে।



বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, দুই-একটি কেন্দ্রে ছোট-খাটো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে। ব্যালট ছিনতাই ও জোরপূর্বক সিল মারার কারণে মেহেন্দিগঞ্জ পৌরসভার চরভোগলা কওমী মাদ্রাসা এবং বোরহানউদ্দিন পৌরসভার কুতবা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র বাতিল করা হয়েছে।

এ দু’টি কেন্দ্রে ভোট ছিলো যথাক্রমে ২ হাজার ৫২৮ এবং ৬২৩ ভোট।

বাংলাদেশ সময়: ১৭৫০ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।