ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাইকোর্টের আদেশ স্থগিত: ১৭ জানুয়ারি নরসিংদী পৌরসভায় নির্বাচন হচ্ছে

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

নরসিংদী: নরসিংদী পৌরসভার নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ বৃহস্পতিবার হাইকোর্টের ওই আদেশটি স্থগিত করেন।



এর ফলে ১৭ জানুয়ারি এই পৌরসভায় নির্বাচন হতে আর কোনও বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার  ড. এটিএম শামসুল হুদা।

আজ  (বৃহস্পতিবার) আকস্মিক সফরে নরসিংদী এসে বিকালে ঢাকা ফেরার পথে নরসিংদী সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রধান নির্বাচন কমিশনার সকালে রায়পুরা ও পরে  শিবপুর উপজেলায় দু’টি সার্ভার স্টেশনের কাজের অগ্রগতি দেখার জন্য মানিকগঞ্জ সফরে আসেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী আব্দুল মতিন সরকারের রিট আবেদনে নরসিংদী পৌরসভার নির্বাচন ১৫ দিনের জন্য স্থগিত করে গত মঙ্গলবার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।

মতিন সরকার নির্বাচনে তার প্রতিদ্বন্ধী মহাজোট সমর্থিত প্রার্থী লোকমান হোসেন একটি খুনের মামলার আসামি- এ তথ্য তুলে ধরে গত মঙ্গলবার হাইকোর্টে তার প্রার্থিতা বাতিলের আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট স্থগিতাদেশ দিয়ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।