ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বিএনপি নেতা নয়ন বাঙ্গালীর বাসায় যৌথবাহিনীর অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৭, ডিসেম্বর ২৭, ২০১৩

ঢাকা: বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. নয়ন বাঙ্গালীর বাসায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার দিনগত রাত তিনটার দিকে রাজধানীর মিরপুরের তার পল্লবীর বাসায় যৌথবাহিনী অভিযান চালায়।



এ সময় ডা. নয়নকে না পেয়ে তার ছোটভাইকে আটকের চেষ্টা ও ঘরের আসবাবপত্র তছনছ করা হয়েছে বলে নয়ন বাঙ্গালীর স্ত্রী তানজিনা নওশীন অভিযোগ করেছেন।

তানজিনা নওশীন অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত তিনটার দিকে যৌথবাহিনী তাদের মিরপুর-১১, লাইন ১৯, পল্লবীর ৪০ নম্বর বাসার গেট ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা ডা. নয়ন বাঙ্গালীকে খোঁজেন। তাকে না পেয়ে যৌথবাহিনীর সদস্যরা তার ছোট ভাইকে আটকের চেষ্টা করে।

তিনি জানান, যৌথবাহিনীর সদস্যরা বাড়ি মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করেছে এবং আসবাবপত্র তছনছ করেছে।

তবে এ ব্যাপারে যৌথবাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৩
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।