ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বিশ্বকাপে বিশ্বমানের নিরাপত্তাবলয় গড়ে তোলা হবে: আইজিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

ঢাকা: বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক(আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, বিশ্বকাপ উপলক্ষে দেশে বিশ্বমানের নিরাপত্তাবলয় গড়ে তোলা হবে ।

বৃহস্পতিবার দুপুরে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এফবিসিসিআই সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।



আইজিপি বলেন, ‘আমরা বিশ্বকাপ উপলক্ষে এক বছর ধরে প্রস্তুতি নিচ্ছি। যত সীমাবদ্ধতাই থাকুক দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। ’

এজন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে পুলিশকে যথাসাধ্য সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

যে কোনো বিষয়েই পুলিশকে দোষারোপ করা হয় উল্লেখ করে হাসান মাহমুদ বলেন ‘আমাদের এ ধারণা থেকে বের হয়ে আসতে হবে। পুলিশ সবসময় জনগণের পাশে ছিলো এবং থাকবে। ’

জনগণের টাক্সের টাকায় আমাদের সংসার চলে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘কাজের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা জনগণের কাছে দায়বদ্ধ। ’

এফবিসিসিআই সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত স্বরাষ্ট্রসচিব ইকবাল খান চৌধুরী, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদসহ ব্যবসায়ী নেতারা।

বাংলাদেশ সময়: ১৭৪০ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।