ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিক্ষা প্রতিষ্ঠানে শাস্তিদান অবৈধ: হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১
শিক্ষা প্রতিষ্ঠানে শাস্তিদান অবৈধ: হাইকোর্ট

ঢাকা: শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শাস্তিদান অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিশু নির্যাতন বন্ধে একটি স্বাধীন জাতীয় কমিশন গঠনেরও নির্দেশ দিয়েছেন আদালত।



বিচারপতি ইমান আলী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন।

গত বছরের ১৮ জুলাই বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র ও ব্লাস্ট-র পক্ষ থেকে ব্যারিস্টার সারা হোসেনের দায়ের করা একটি রিটের শুনানি-শেষে আদালত যুগান্তকারী এ নির্দেশ দেন।

এছাড়াও হাইকোর্ট শারীরিক শাস্তি নিয়ে তৈরি সরকারি নীতিমালা অনুমোদন করে তা নিয়মিত প্রচারের নির্দেশও দিয়েছেন ।

রিটে সারা হোসেন শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি দেওয়ার ১৪টি ঘটনা তুলে ধরেন।

এসব ঘটনার বিষয়ে ব্যবস্থা নিতেও সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট।

এছাড়াও সরকারি কর্মচারী আচরণ বিধিমালার ক্ষেত্রে শিক্ষকদের অসদাচরণ বন্ধে নীতি অন্তর্ভূক্ত করা, স্কুল মাদ্রাসা পরিদর্শনের সময় এ বিষয়টি নিয়ে আলোচনা করা এবং শিক্ষার্থীদের কাছে তা জানতে চাওয়ার পরামর্শ দিয়েছেন আদালত।

জেলা পর্যায়ে উন্নয়নমূলক সমন্বয় সভাগুলোতেও এ বিষয়টিকে আলোচ্যসূচির অন্তর্ভূক্ত করার কথা বলা হয়েছে।

রিটকারীর পক্ষে ব্যারিস্টার সারা হোসেন নিজেই এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন শুনানিতে অংশ নেন।  
বাংলাদেশ সময় ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।