ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জামিন পেলেন যায় যায় দিনের চার সাংবাদিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

ঢাকা:  দৈনিক যায় যায় দিনের সম্পাদক মণ্ডলীর সভাপতি সাঈদ হোসেন চৌধুরীসহ চার সাংবাদিক বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।

অপর আসামিরা হলেন, পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক কাজি রুকন উদ্দিন আহমেদ, প্রকাশক আবুল হাসান ও রংপুরের প্রতিবেদক সেবু মোস্তাফিজ।

 

ঢাকার মহানগর হাকিম আব্দুল্লাহ আল মামুন পাঁচ হাজার টাকার মুচলেকায় তাদের এ জামিন মঞ্জুর করেন।
জামিন মঞ্জুরের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন, আদালতের পেশকার শাখাওয়াত হোসেন।

গত ২৭ অক্টোবর রংপুর পীরগঞ্জের  সাংসদ আবুল কালাম আজাদ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে উপস্থিত হয়ে এ মামলা দায়ের করেন।

বিচারক শাহাদাত হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিদের আদালতে উপস্থিত হতে সমন জারি করেন।

মামলার অভিযোগ হতে জানা যায়, গত ৪ অক্টোবর দৈনিক যায় যায় দিন পত্রিকায় “ এমপি হয়েই ধরাকে সরা ভাবছেন পীরগঞ্জের কালাম” শীর্ষক সংবাদ প্রকাশ করা হয়। সংবাদে এমপি হয়েই কালাম সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, টিআর, কাবিখার অর্থ লোপাট, ঘুষ দুনীর্তির মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানে লোক নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ আনা হয়।

বাংলাদেশ সময়: ১৭১০ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।