ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পলিথিন কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২ লাখ ৪৫ হাজার টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

ঢাকা: পলিথিন ব্যাগ উৎপাদন, বিপণন ও বিক্রয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত ।
বৃহস্পতিবার দুপুরে বাড্ডা এলাকায় এ অভিযান চলে।

এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের  ঢাকা বিভাগীয় পরিচালক সুকুমার বিশ্বাস। আদালত পরিচালনা করেন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান।

প্রথমে অভিযান চলে উত্তর বাড্ডার এ আর পলি ইন্ডাস্ট্রিতে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া আবাসিক এলাকায় এ অবৈধ পলিথিন তৈরির কারখানাটি গড়ে উঠেছিল। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট কারখানাটি সিলগালা করে করিখানার বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন।

এছাড়া উত্তর বাড্ডা বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন দোকান থেকে প্রচুর পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেন আদালত। এ সময় পলিথিন মজুদ ও বিক্রির অভিযোগে আদালত ব্যবসায়ীদের কাছ থেকে  ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

বাংলাদেশ সময় ১৬৪০ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।