ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

২৭ জুলাই দিবাগত রাতে শবে বরাত

ন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১০

ঢাকা: আগামী ২৭ জুলাই মঙ্গলবার দিবাগত রাতে সারাদেশে শবে বরাত পালিত হবে। সোমবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।



সভায় জানানো হয়, সোমবার আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ১৪ জুলাই বুধবার থেকে শাবান মাস গণনা শুরু হবে।

ইসলামিক ফাউন্ডেশন সভাকে ধর্ম সচিব কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান তথ্য অফিসার হারুন-উর-রসিদ, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব কামাল উদ্দিন আহমেদ, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ফরহাদ হোসেন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মুহাম¥দ সালাহ উদ্দিন, মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার প্রিন্সিপাল প্রফেসর ড. এ কে এম ইয়াকুব হোসাইন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।