ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাংনীতে আচরণবিধি লঙ্ঘন, অবসরভোগী সেনাকর্মকর্তার জরিমানা

জুলফিকার আলী কানন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

মেহেরপুর: মেহেরপুরের গাংনী পৌর নির্বাচনে ৩নং ওয়ার্ডে ভোটগ্রহণকালে  আচরণবিধি লঙ্ঘনের দায়ে মুকাদ্দেছুর রহমান নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম আজাদুর রহমান এ জরিমানা করেন।



মুকাদ্দেছুর রহমান-এর বিরুদ্ধে অভিযোগ, তিনি ৩নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামানের চাচাতো ভাই হয়ে ভোটকেন্দ্রে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করেছেন এবং সেই সঙ্গে মোবাইল ফোনে বিভিন্ন ভোটারের সঙ্গে যোগাযোগ করছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।