ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় দু’টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

ঢাকা:  ভোট জালিয়াতির অভিযোগে ভোলার বোরহানউদ্দীন পৌরসভার নির্বাচন  দু’টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এ কেন্দ্র  দু’টি হচ্ছে ৫নং ওয়ার্ডের কুতুবা ইউনিয়ন পরিষদ ও কুতুবা প্রাথমিক কেন্দ্র।



জানা যায়, দুপুর ২টার দিকে বোরহানউদ্দীন পৌরসভায় মহাজোটের মেয়র প্রার্থী রফিকুল ইসলামের লোকজন কুতুবা ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ঢুকে সহকারী প্রিজাইডিং অফিসার রবিউল আলমের কাছ থেকে ৬৩টি ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মেরে চলে যায়। এমন সময় কেন্দ্রে উত্তেজনাকর পরিস্থিতির উদ্ভব হলে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়।

মহাজোট প্রাথী আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের ভাগনে।

একইভাবে দুপুর পৌনে ৩টার দিকে কুতুবা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল দুর্বৃত্ত ঢুকে ভোট জালিয়াতির চেষ্টা চালায়। এসময প্রিজাইডিং অফিসার আনোয়ার হোসেন উদ্ভুদ পরিস্থিতিতে ভোট গ্রহণ স্থগিত করে দেন। ওই কেন্দ্রে ওই সময পর্যন্ত ৬২৩ ভোটের মধ্যে ৫১১টি  ভোট গ্রহণ করা হয় বলে তিনি জানান।

এ দু’টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করার কথা বাংলানিউজকে নিশ্চিত করেছেন রির্টানিং কর্মকর্তা নজরুল ইসলাম।


বাংলাদেশ সময: ১৫২০ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।