ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে বাংলানিউজের ইভটিজিংবিরোধী মানববন্ধন

জিয়া উদ্দিন দুলাল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১
হবিগঞ্জে বাংলানিউজের ইভটিজিংবিরোধী মানববন্ধন

হবিগঞ্জ: ইভটিজিং একটি সামাজিক অপরাধ। এর প্রতিরোধে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার দুপুরে বাংলানিউজের ইচ্ছেঘুড়ির উদ্যোগে হবিগঞ্জে ইভটিজিংবিরোধী মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

শহরের প্রধান সড়কের দুর্জয় স্মৃতিস্তম্ভের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) নিষ্কৃতি চাকমা, হবিগঞ্জ সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ ওয়াহেদ, প্রমুখ। এতে সভাপতিত্ব করেন বাংলানিউজ হবিগঞ্জ প্রতিনিধি জিয়া উদ্দিন দুলাল।

হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদ হাসান শহরের বাইরে থাকায় মানববন্ধনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, ‘ইভটিজিং বিরোধী মানববন্ধনের আয়োজন বাংলানিউজের একটি প্রশংসনীয় উদ্যোগ। ইভ টিজিং প্রতিরোধে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।