ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিডিআর বিদ্রোহের মামলার রায়: খাগড়াছড়িতে ৪৬ জনের সাজা, খালাস ১

মিলন ত্রিপুরা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা খেদাছড়া ২৯ রাইফেল ব্যাটেলিয়নের বিডিআর বিদ্রোহের মামলার রায়ে ৪৬ বিডিআর সদস্যের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। অভিযুক্ত একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।



খাগড়াছড়ি সদর সেক্টর ব্যাটেলিয়নে স্থাপিত বিশেষ আদালত ১৫ এর বিচারক চট্টগ্রাম সেক্টর বিজিবি (বর্ডার গার্ড অব বাংলাদেশ) কমান্ডার কর্র্ণেল মো. জাহেদুর রহমান বৃহস্পতিবার সকালে এই রায় দেন।

মামলার ৪৭ জন আসামির মধ্যে ল্যান্স নায়েক মো. হানিফ অভিযোগ হতে অব্যাহতি পেয়েছেন।

বাকি ৪৬ জনের মধ্যে ৩ জন সর্বোচ্চ ৭ বছর, ১ জন ৬ বছর ৬মাস, ৫ জনের ৬ বছর, ২ জনের পাঁচ বছর ৬ মাস, ৭ জনের ৫ বছর, ১ জনের ৪ বছর নয় মাস, ২ জনের ৪ বছর ৬ মাস, ৬ জনকে ৪ বছর, ৩ জনকে ৩ বছর ছয় মাস, ৮ জনকে ৩ বছর, ৩ জনকে দুই বছর, ১ জনকে ১ বছর, ৪ জনকে সর্বনিম্ন ৪ মাস মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া ১৯৭২ সালের বিডিআর অ্যাক্ট অনুযায়ী প্রত্যেক আসামিকে একশত টাকা করে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয় এবং সাড়ে ১১টায় শেষ হয়।

মামলার প্রসিকিউটর ও ২৯ খেদাছড়া ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মেফতাউল করিম বাংলানিউজকে জানান, বেকসুর খালাস প্রাপ্ত মো. হানিফ আদালতে নির্দোষ প্রমাণিত হওয়ায় বেকসুর খালাস পেয়েছেন। তবে তাকে পুরোপুরি মুক্ত হতে হলে তার নামে যে সিআর মামলা রয়েছে সেটাতেও নির্দোষ প্রমাণিত হতে হবে।

আদালতে বিচারকের সহকারী হিসেবে ছিলেন অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ এর প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো. ইজারুল হক আকন্দ (সাগর), রাঙ্গামাটি ২৬ রাইফেল ব্যাটালিয়নের কর্মকর্তা লে. কর্ণেল সৈয়দ সাকলাইন। বিশেষ পিপি হিসেবে সরকার পরে সহায়তাকারী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. বেলায়েত হোসেন ও অ্যাডভোকেট আমিনুর রহমান।

উল্লেখ্য, গত ২৪ আগষ্ট ২৯ রাইফেল ব্যাটালিয়নের বিচারিক কাজ শুরু হয়। ৫ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন ও শুনানি হয়। ২৩ ও ২৪ ডিসেম্বর মামলার বাদী-বিবাদীর যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। সর্বশেষ ১৩ জানুয়ারি এ বিচারের রায় দেওয়া হল।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ