ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে বিএনপি-ছাত্রদলের ৪নেতার জামিন

আশরাফুল আলম লিটন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

মানিকগঞ্জ: মানিকগঞ্জে পুলিশের সঙ্গে সংর্ঘষ এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় চার বিএনপি নেতা জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১২ টায় অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক গোলক চন্দ্র বসাক এই জামিন মঞ্জুর করেন।


জামিনপ্রাপ্তরা হলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল বাশার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান দোলন, সাবেক সহ-সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাজীব হাসান খান।

উল্লেখ, গত ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে পুলিশ বাধা দিলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশসহ ২০ জন আহত হন।

পরে মানিকগঞ্জ সদর থানার এসআই বদরুল আলম বাদী হয়ে গত ৩ জানুয়ারি ৪ নেতা ও অজ্ঞাত ৩শ’ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।