ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সব জেলা-উপজেলায় ডিজিটাল সার্ভার স্টেশন হবে--সিইসি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১
সব জেলা-উপজেলায় ডিজিটাল সার্ভার স্টেশন হবে--সিইসি

ব্রাহ্মণবাড়িয়া: প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা বলেছেন, জনগণের দুর্ভোগ-দুর্দশা লাঘবে ভোটার আইডি কার্ডসহ নির্বাচন সংক্রান্ত নানা ঝামেলা এড়াতে দেশের প্রত্যেক জেলা-উপজেলাতে ডিজিটাল সার্ভার স্টেশন স্থাপন করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলীতে বৃহস্পতিবার সকালে জেলা সার্ভার স্টেশনের জন্য অধিগ্রহণ করা জমি পরিদর্শকালে তিনি এ কথা বলেন।

২০ শতাংশ ভূমির ওপর প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে দ্বিতল সার্ভার স্টেশন ভবনটি নির্মাণ করবে গণপূর্ত বিভাগ।

আসন্ন পৌরসভা এবং সংসদ উপ-নির্বাচন সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এখানকার জনগণ শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে ভোট দিতে পারবেন। এতে সন্দেহ বা সংশয়ের কোনও অবকাশ নেই।

সার্ভার স্টেশন পরিদর্শনকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ছিলেন প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার সাজ্জাত হোসেন, জেলা প্রশাসক আব্দুল মান্নান, উপ-নির্বাচন কমিশনার কুমিল্লা অঞ্চল আনোয়ার হোসেন, নবাগত পুলিশ সুপার জামীল আহমেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ আরএম আবু হান্নানসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।