ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাগলায় বিদ্যুৎ প্ল্যান্ট উদ্বোধন প্রধানমন্ত্রীর

পণ্য মজুদ করে মুনাফা না লুটতে ব্যবসায়ীদের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১
পণ্য মজুদ করে মুনাফা না লুটতে ব্যবসায়ীদের নির্দেশ

ঢাকা: পণ্য মজুদ করে অতিরিক্ত মুনাফা লুটতে দ্রব্যমূল্য বাড়ানো থেকে ব্যবসায়ীদের বিরত থাকার জন্য বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা ঘটলে সরকার উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য হবে।



দ্রব্যমূল্য যাতে কোনোভাবেই যেনো সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে না যায় সেদিকে ব্যবসায়ীদের লক্ষ্য রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।     

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের পাগলায় ৫০ মেগাওয়াট মতাসম্পন্ন বিদ্যুৎ প্ল্যান্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।  

দেশের মানুষের বিদ্যুৎ চাহিদা পূরণ করতে এ ধরনের আরো পাওয়ার প্ল্যান্ট চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

যেসব পাওয়ার প্ল্যান্টের কাজ হাতে নেওয়া হয়েছে এবং আগামীতে যেগুলো হাতে নেওয়া হবে সেগুলো দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করা হবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময় ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad