ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ককটেল ফাটিয়ে পালানোর সময় ২ চাঁদাবাজকে গণপিটুনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

ঢাকা : রাজধানীর সূত্রাপুর থানাধীন টিপু সুলতান রোড এলাকায় বৃহস্পতিবার সকালে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে দুই চাঁদাবাজ। এ সময় জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।



আটককৃতদের নাম মো. হাফিজুল (১৮) ও মো. মিলন (১৯)।

সূত্রাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বাংলানিউজকে জানান, সূত্রাপুর থানার রথখোলা মোড় এলাকায় মক্কা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, ৫নং টিপু সুলতান রোড এর মালিক হাজী আব্দুল আজিজের কাছে চাঁদাবাজ চক্র ফোনে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিলেন।

আব্দুল আজিজ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার সকাল সোয়া দশটায় মিলন ও হাফিজ তার ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে একটি ছোট ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে। ককটেল বিস্ফোরণের শব্দে আশেপাশের লোকজন তাদের ধাওয়া করে ধরে ফেলে এবং গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান এসআই এনামুল হক।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad