ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পৌর নির্বাচন: দর্শনায় ব্যালট নিয়ে কেন্দ্রে আসায় একব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

বিপুল আশরাফ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলার দর্শনায় শ্যামপুর ভোটকেন্দ্রে টোকন নামে এক ভোটার ব্যালটপেপার নিয়ে বুথের বাইরে আসায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাকে ছয়মাসের কারাদণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় দর্শনা শ্যামপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই ঘটনা ঘটে।



দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এস আই আরিফ জানান, শ্যামপুর গ্রামের মহাসিন আলীর ছেলে টোকন (৩০) ভোট দিতে গিয়ে ব্যালট পেপার নিয়ে জোরপূবর্ক বাইরে চলে আসে। এ সময় আইনশৃঙ্খলা রায় নিয়োজিত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান তাকে ব্যালট পেপারসহ আটক করে।

পরে ম্যাজিস্ট্রেট তাৎনিকভাবে তাকে ছয়মাসের কারাদণ্ড দেন। তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।