ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সহাবস্থানের দাবিতে ঢাবিতে ছাত্রদলের মিছিল

ঢাবি করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

ঢাকা বিশ্ববিদ্যালয়: হলে হলে সহাবস্থানের দাবিতে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

ছাত্রদল ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল মতিনের নেতৃত্বে সকাল সাড়ে ১১টায় মিছিলটি বের হয়।

মিছিলটি শাহবাগ হয়ে টিএসটি অতিক্রম করে হাকিম চত্বরে এসে শেষ হয়।

এসময় পুলিশ ছাত্রদলকর্মীদের ঘিরে রাখে।

পুলিশের বাধার মুখে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল ঢাবি শাখার আহবায়ক আব্দুল মতিন, যুগ্ম- আহবায়ক ওবায়দুল হক নাসির, কেন্দ্রীয় সহ-সভাপতি হায়দার আলী লেলিন এবং কেন্দ্রীয় সহ-সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলে ছাত্রদলের সহাবস্থানের দাবি জানান। একই সঙ্গে তাদের সহাবস্থান নিশ্চিত করতে ব্যর্থ হলে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি করেন।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।