ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ফেনীতে জয়নাল হাজারীর বাড়িতে হামলা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

ফেনী: ফেনীর সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক জয়নাল হাজারীর মাস্টারপাড়া মুজিব উদ্যানের বাসায় বুধবার রাত সাড়ে ৭টার দিকে প্রতিপরে লোকজন হামলা চালিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পৌর নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে হাজারীর ভাতিজা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী টিটুর সঙ্গে বিরোধের জের ধরে এ হামলা হয়।

এসময় সন্ত্রাসীরা হাজারীর বাসার চেয়ার, টেবিল, ফুলের টব ও বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে।

হামলায় ২ লাখ টাকার তি হয়েছে বলে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম. শাহজাহান সাজু জানিয়েছেন।

তিনি অভিযোগ করেন, হামলার জন্য ফেনী পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী নিজাম উদ্দিন হাজারী দায়ী।

নিজাম উদ্দিন হাজারী জানান, ‘হামলার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তাদের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এঘটনা ঘটেছে। ’

ফেনীর পুলিশ সুপার মো. ইমাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।