ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঘনকুয়াশার কারণে ভুটানের প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১
ঘনকুয়াশার কারণে ভুটানের প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর বাতিল

চট্টগ্রাম : ঘনকুয়াশার কারণে ভুটানের প্রধানমন্ত্রী জিগমে-ওয়াই থিনলের চট্টগ্রাম সফর বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার তার চট্টগ্রাম সফরে আসার কথা ছিলো।

চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ মুহাম্মদ ফরহাদউদ্দিন আহমেদ একথা জানান।

ট্রানজিটের সুযোগ-সুবিধা ও সম্ভাব্যতা যাচাইয়ে চট্টগ্রাম বন্দর পরিদর্শনের কথা ছিলো ভুটানের প্রধানমন্ত্রী ও ৩০ সদস্যের বাণিজ্য প্রতিনিধি দলের।

দুই ঘণ্টার ওই সফরে চট্টগ্রাম বন্দর পরিদর্শনের পাশাপাশি তিনি দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসিতে ভুটানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও কক্সবাজারে পর্যটনের সম্ভাব্যতা যাচাইয়ের কথা ছিলো।

ভুটানের প্রধানমন্ত্রী ১০জানুয়ারি বাংলাদেশ সফরে আসেন।

তার সফর উপলক্ষে নতুনভাবে সাজানো হয় চট্টগ্রাম বন্দর।
 
বাংলাদেশ সময় : ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।