ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পবিপ্রবিতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন

মুজাহিদ প্রিন্স, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১
পবিপ্রবিতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুতকরণ ও স্বাধীনতা বিরোধী জামায়াত শিবিরের রাজনীতি চিরতরে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে মানববন্ধনে মুক্তিযোদ্ধা সন্তান, শিক্ষক-কর্মকর্তাসহ কয়েক শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরে সকাল সাড়ে ৯ টায় বিশ্বাবিদ্যালয়ের কৃষি অনুষদ সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশ গঠন ও যুদ্ধাপরাধীদের বিচার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পবিপ্রবি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক আহমাদ রাসেলের সভাপতিত্বে আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. রবিউল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব সৈয়দ জাহিদুল ইসলাম মিলন, আহাবয়ক কমিটির সদস্য আরিফুর রহমান পিয়েল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বরিশাল জেলা কমিটির আহ্বায়ক হাসান মাহমুদ বাবু, ড. সুলতান মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জেহাদ পারভেজ, মাসুদর রহমান, জাহিদ হাসান, যুগ্ম-আহ্বায়ক শাহরিয়ার গাফ্ফার, এম এম পারভেজ, কাজী ফয়জুন্নেসা সুখী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।