ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৭১ এর মানবতাবিরোধী অপরাধীদের বিচার হওয়া উচিত: স্টিফেন জে. র‌্যাপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১
৭১ এর মানবতাবিরোধী অপরাধীদের বিচার হওয়া উচিত: স্টিফেন জে. র‌্যাপ

ঢাকা: বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত বলে মনে করেন যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ স্টিফেন জে. র‌্যাপ।

রাজধানীর গুলশানের আমেরিকান রিক্রিয়েশন সেন্টারে বৃহস্পতিবার সকালে এক  প্রেস ব্রিফিং-এ তিনি এ কথা জানান।

এ সময় তিনি বাংলাদেশে সফরের নানা বিষয়ও সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

স্টিফেন জে র‌্যাপ বাংলাদেশের ১৯৭৩ সালে প্রণীত ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইবুন্যাল অ্যাক্ট সংশোধনের পরামর্শ দেন। একই সঙ্গে তা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) এর প্রচলিত আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার কথা জানান।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তা না হলে এ বিচার আন্তর্জাতিকভাবে কোথাও কোথাও প্রশ্নবিদ্ধ হওয়ার আশংকা আছে। ’

সংবাদ সম্মেলনে স্টিফেন জে র‌্যাপ আরও বলেন, ‘বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের দীর্ঘদিন আটক না রেখে তাদের বিচার পর্যালোচনায় আনতে হবে। ’
 
তিনি বলেন, ‘কোন অভিযুক্তের বিচার করার সময় তাদের অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় যেন কোনোভাবে বিচারকাজকে প্রভাবিত করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ’
 
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।