ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পৌর নির্বাচন: বাগেরহাটে ভোট গ্রহণ শুরু,১২ বহিরাগত আটক

এম আকবর টুটুল,জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাগেরহাট: বাগেরহাটের তিনটি পৌরসভায় বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এসময় ১২ জন বহিরাগতকে আটক করেছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।



বাগেরহাট মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুল ইসলাম শাহিন জানান, ভোরে বহিরাগতরা পৌর এলাকায় প্রবেশ করায় ১২জনকে আটক করা হয়েছে।

তিনি জানান, তীব্র শীত আর ঘনকুয়াশার কারণে ভোটারদের উপস্থিতি খুব কম। তবে দিনের আলো যতই বাড়ছে ততই ভোটকন্দ্রে ভোটাররা আসতে শুরু করেছে।

বাগেরহাট জেলা সদর, মংলা ও মোরলগঞ্জ তিন পৌরসভায় ৩৫ টি কেন্দ্রে প্রায় ৭২ হাজার ভোটার ভোট দিবে।

প্রতিটি পৌর এলাকার ভোট কেন্দ্রগুলোতে আইন শৃ্খংলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।  

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।