ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর আমতলী বস্তি এলাকায় থেকে র‌্যাবের হাতে আটক দুই মাদক ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তাৎক্ষণিক বিচারে তাদের প্রত্যেককে দু’বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

সাজাপ্রাপ্তরা হলেন, আমতলী বস্তি এলাকায় বসবাসকারী মিন্টু (৩০) ও আলমগীর হোসেন (২৮)।

বুধবার রাতেই র‌্যাব-১ সদস্যরা অভিযান চালিয়ে প্রায় সোয়া দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

র‌্যাব-১ এর সহকারি পরিচালক মো. মিলু মিয়া বিশ্বাস জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমতলী বস্তি এলাকায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালানো হয়। ক্রেতা সেজে কৌশলে ২ কেজি ২শ’ গ্রাম গাঁজাসহ মিন্টু ও আলমগীরকে আটক করা হয়। ’

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।