ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

মানিকগঞ্জ: ঘন কুয়াশায় কারণে প্রায় সাড়ে সাত ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বৃহস্পতিবার শুরু হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটা থেকে কুয়াশার কারণে ওই রুটে ফেরি চলাচল বন্ধ থাকে।

ঘন কুয়াশায় মাঝ নদীতে ৬টি ফেরি যাত্রবাহী নৈশকোচ ও ছোট বড় বিভিন্ন যানবাহন নিয়ে নোঙর করে থাকে।

এসময় পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় সহস্রাধিক যানবাহন ঘাট এলাকায় আটকে থাকে। এতে উভয়পাড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বিআইডব্লিউটিসি‘র আরিচা সেক্টরের ম্যানেজার (কমার্স) আশরাফ উল্লাহ খান জানায়, কুয়াশার তীব্রতা বাড়ায় বুধবার দিবাগতরাত আড়াইটা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ করা হয়। এসময় পাটুরিয়া ঘাট থেকে যানবাহন লোড করে ছেড়ে গিয়ে মাঝ নদীতে ৬টি ফেরি নোঙর করে রাখতে হয়।

বাংলাদেশ সময়: ১০১০ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।