ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোল-পেট্রাপোল পথে আমদানি-রপ্তানি বন্ধ বৃহস্পতিবার

জামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বেনাপোল (যশোর): পৌরসভা নির্বাচন উপলে বৃহস্পতিবার বেনাপোল-পেট্রাপোল পথে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।


 
বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার ড. আব্দুল মান্নান শিকদার বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় এদিন আমদানি-রপ্তানি বন্ধসহ থাকবে।
 
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বাংলানিউজকে জানান, আমদানি-রপ্তানি বন্ধ রাখার জন্য ভারতীয় পেট্রাপোল কিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তীকে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad