ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাগলায় বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন: বৃহস্পতিবার নারায়ণগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী

তানভীর হোসেন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১
পাগলায় বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন: বৃহস্পতিবার নারায়ণগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলায় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পে নির্মিত ৫০ মেগাওয়াট উৎপাদন মতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ কেন্দ্রটির উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ আসছেন।



জয়েন্ট ভেঞ্চার অব বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড, প্রিমোডিয়াল এনার্জি লিমিটেড ও অ্যাগ্রিটেক এজি জার্মানির উদ্যোগে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ডিপিএ পাওয়ার জেনারেশন প্লান্ট।

দেশের বিদ্যুৎ সমস্যা সমাধানের লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে গত বছরের ১৫ জুলাই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এ ব্যাপারে সংশ্লিষ্ট পগুলির সঙ্গে চুক্তি করে। এরপর গত বছরের ২৫ নভেস্বর এ পাওয়ার প্লান্টের নির্মাণ সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়:

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।