ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে আইনজীবী খুনের ঘটনায় আইনজীবীর রিমান্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১

গাজীপুর: গাজীপুর জজকোর্টের শিক্ষানবীশ আইনজীবী আব্দুস সালাম (৩৮) খুনের ঘটনায়  অপর আইনজীবী মাহবুবুর রহমানকে (৩৩) বুধবার জিজ্ঞাসাবাদের জন্য ২দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।  

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গত বছর ১৩ নভেম্বর মধ্য রাতে আইনজীবী আব্দুস সালাম জেলা শহরের নিজ বাসার সামনে খুন হন।

এ ঘটনায় তার মা সালেমা বেগম বাদী হয়ে জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এরপর গত ১০জানুয়ারি জয়দেবপুর থানা চত্ত্বর থেকে পুলিশ মাহবুবকে  গ্রেপ্তার করে।

বুধবার গাজীপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে মাহবুবের বিরুদ্ধে পুলিশ ৭দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক শহীদুল আলম ঝিনুক ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।