ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাতীয় শিক্ষানীতি মুসলিম বিদ্বেষী : উলামা মাশায়েখ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১
জাতীয় শিক্ষানীতি মুসলিম বিদ্বেষী : উলামা মাশায়েখ

ঢাকা: জাতীয় শিক্ষানীতি ২০১০’ মুসলিম উম্মাহ বিদ্বেষী আন্তর্জাতিক প্রেসক্রিপশনের ফসল বলে মন্তব্য করেছেন সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের নেতারা।

পুরানা পল্টন উলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার সন্ধ্যায় আয়োজিত  মতবিনিময় সভায় পরিষদের নেতারা এ মন্তব্য করেন।



নেতারা বলেছে, ‘নেতা-নেত্রী ও রাষ্ট্রের ধারক বাহকরা ক্ষমতায় আরোহণ ও ক্ষমতা কুক্ষিগত করার লক্ষ্যে মুসলিম উন্মাহ বিধ্বংসী আন্তর্জাতিক চক্রের দেওয়া প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য জাতীয় শিক্ষানীতি ২০১০’ প্রণয়ন করেছে। ’

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌম টিকিয়ে রাখার স্বার্থে দেশের আলেম-উলামা, পীর-মাশায়েখ, শিাবীদ, রাজনীতিবিদদের পরামর্শের ভিত্তিতে সম্মিলিত উলামা-মাশায়েখ পরিষদ উত্থাপিত জাতীয় শিক্ষানীতি ২০১০ এর সংশোধনীর সুপারিশ বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন পরিষদের নেতারা।

সম্মিলিত উলামা-মাশায়েখ পরিষদের সভাপতি মুহিউদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, বাংলাদেশ আয়েম্মাহ পরিসদের সভাপতি মহিউদ্দিন রব্বানী, উলামা-মাশায়েখ পরিষদের যুগ্ম সম্পাদক ড. খলীলুর রহমান মাদানী, এনডিপি মহাসচিব আলমগীর মজুমদার, ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মোমতাজ চৌধুরী, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক, পরিষদের মহানগরী সভাপতি আহমদ আলী কাসেমী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।