ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোমরা চেকপোস্টে ঝোলানো ৩৬ যুদ্ধাপরাধীর ছবিসহ তালিকা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১০

সাতক্ষীরা: সন্দেহভাজন ৩৬ যুদ্ধাপরাধীর নামের তালিকা সাতীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে টানিয়ে দেওয়া হয়েছে। ওই তালিকায় ২৫ যুদ্ধাপরাধীর ছবিও রয়েছে।



তালিকায় গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, কামারুজ্জামান, দেলাওয়ার হোসাইন সাঈদীসহ সাতীরা জেলার দুই সাবেক এমপির নাম রয়েছে। তালিকায় আরও রয়েছে খুলনার পাইকগাছার অধ্য রুহুল কুদ্দুস ও গোলাম পরওয়ার এবং যশোরের সাখাওয়াত হোসেনের নাম।

ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের এক কর্মকর্তা জানান, ‘তালিকাভুক্ত যুদ্ধাপরাধীরা যাতে দেশ ছাড়তে না পারে সেজন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত সতর্কতাও নেওয়া হয়েছে বন্দরে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ১২, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।