ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না পড়িয়ে সনদ ব্যবসা আর নয়: শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, জুলাই ১২, ২০১০
না পড়িয়ে সনদ ব্যবসা আর নয়: শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিকদের হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, না পড়িয়ে সনদ দেওয়ার ব্যবসা আর চলবে না।

একই সঙ্গে স্বীকৃতি পাওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞাপন দেওয়া থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।



সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

এর আগে রোববার জাতীয় সংসদে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। মাত্র একদিনের ব্যবধানে তিনি মালিকদের প্রতি এ ধরনের কঠোর উক্তি করলেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘নতুন আইনের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব অনিয়ম ও দুর্নীতি রোধ করা হবে। ’

নতুন আইন প্রণয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিকদের মতামতকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আশা করি এ বিষয়ে তাদের সহায়তাও আমরা পাব। ’

উল্লেখ্য বিলে মালিকপরে স্বার্থকেই প্রাধান্য দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে ছাত্রবেতন নির্ধারণের ওপর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একক কর্তৃত্ব বহাল থাকবে।

শিা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কয়েক বছর ধরে এ বিষয়ে কিছুটা নিয়ন্ত্রণ হাতে রাখার চেষ্টা করে এলেও শিা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি তা নাকচ করে দিয়ে বিলের খসড়া তৈরি করে এবং সেটিই রোববার পাস হয়।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১০





বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।