ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভুয়া পাসপোর্টসহ ৩ জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১০

ঢাকা: মিরপুর থানার পীরেরবাগ এলাকা হতে সোমবার দুপুরে ভুয়া পাসপোর্ট এবং পাসপোর্ট নবায়নের বিভিন্ন সরঞ্জামসহ তিন জনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-২ কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।



আটকরা হলেন মো. আমিনুর মোল্লা (২৭), মো. আলম শেখ (২৪), মো. দুলাল মিয়া (২৪)।

সংবাদ সম্মেলনে র‌্যাব-২ এর অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (অপস) ক্যাপ্টেন আবু খালেদ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল দুপুর সাড়ে তিনটায় মিরপুরের দক্ষিণ পীরেরবাগের ১৪০/৩/এ নম্বর বাড়ির তৃতীয় তলায় অভিযান চালিয়ে দলনেতাসহ তিন প্রতারককে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৫৪টি বাংলাদেশি পাসপোর্ট, ৩০টি পাসপোর্ট আবেদন ফরম, ৫৭টি বিভিন্ন সরকারি কর্মকর্তার ভুয়া সীল, ৫টি সীলপ্যাড, ১টি কম্পিউটার, ১টি প্রিন্টার, ১টি স্ক্যানার উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, রাজধানীতে আমিনুর মোল্লা ও তার সাঙ্গপাঙ্গরা মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে নবায়ন ও কর্মকর্তার সীল নকল করে বিপুল পরিমাণ রাজস্ব থেকে সরকারকে বঞ্চিত করেছে।

আটক আমিনুর মোল্লা জানান, ছয়মাস ধরে মাদারীপুরের জাকির নামে এক ব্যক্তির কাছ থেকে তিনি এই জালিয়াতির কাজ শিখেছেন।

এ পর্যন্ত প্রায় দেড়শ’র পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে নবায়ন করেছেন বলে জানান তিনি।


বাংলাদেশ স্থানীয় সময় : ২১০০ ঘন্টা, জুলাই ১২, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।