ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে দেয়াল পত্রিকা ‘বিজয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩
গাজীপুরে দেয়াল পত্রিকা ‘বিজয়’

গাজীপুর: মহান বিজয় দিবস উপলক্ষে ‘বিজয়’ নামে একটি দেয়াল পত্রিকা প্রকাশ করেছে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি।  

সোমবার দুপুরে সোসাইটির কার্যালয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সাংবাদিক-শিক্ষাবিদ ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে দিনটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন- সহকারী শিক্ষক তাসলিমা আক্তার খানম, শিশুদের পক্ষ থেকে উর্বী চাকমা ও স্মৃতি রাণী সরকার।



দশম শ্রেণীর শিক্ষার্থী অথোচি দেওয়ান দৃষ্টি, জেএসসি ফল প্রত্যাশী শৈলী দেওয়ান ও উর্বী চাকমার যৌথ সম্পাদনায় ‘বিজয়’ নামে একটি দেওয়াল পত্রিকা প্রকাশ করা হয়।

এদিকে, সকালে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত বিজয় দিবসের কুচকাওয়াজে গাজীপুরের জেলা প্রশাসক নুরুল ইসলাম এবং পুলিশ সুপার আব্দুল বাতেন পিপিএম ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। কুচকাওয়াজে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির দু’টি শাখা প্রতিষ্ঠান যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।